Image description
 

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুতে বিক্ষোভ-প্রতিবাদী কর্মসূচিতে উত্তাল হয়েছিল পুরো দেশ। যার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে গতকাল সোমবার দেশের চার জেলা থেকে নতুন করে নারী-শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার আরও আটটি অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে শিশু ধর্ষণের মামলায় এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় এসেছে। এ রায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার অর্থ আদায়ের নির্দেশনাও দিয়েছে আদালত। এ ছাড়া সিলেটের এমসি কলেজে ধর্ষণের আলোচিত মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে আদেশ এসেছে উচ্চ আদালত থেকে।

 
 

আদালত প্রতিবেদক জানান, ঢাকার কেরানীগঞ্জে এক দশকের বেশি সময় আগে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরশাদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার ব্যবস্থা করতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডিত আরশাদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও গ্রামের আব্বাসের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

 

মামলার অভিযোগ বলা হয়, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় আসামি আরশাদ ওই শিশুকে পাশের দোকান থেকে সিগারেট ও শ্যাম্পু আনতে বলেন। তার কথামতো সিগারেট ও শ্যাম্পু নিয়ে আসে শিশুটি। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন করেরগাঁওয়ের একটি বাড়ির ফাঁকা ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়। মামলার পর একই বছরের ১৬ নভেম্বর আরশাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করে।

নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণের মামলার বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালেই হবে। এ বিষয়ে দুই বছরের বেশি সময় আগে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ গতকাল আবেদনটি খারিজের আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ। রাষ্ট্রপক্ষের এ আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আদালত আবেদনটি খারিজ করেছেন। মামলাটির বিচার এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।’

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমার এক নবদম্পতি এমসি কলেজে বেড়াতে গেলে কলেজের ছাত্রাবাসে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ধারী কয়েকজন ওই তরুণীকে ধর্ষণ করে। আটজনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি চেয়ে ভুক্তভোগীর স্বামী রিট আবেদন করেন। ২০২২ সালের ১৬ আগস্ট হাইকোর্ট রুল দেয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে ২০২২ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির নির্দেশ দেয়। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রবিন (১৫) নামে এক কিশোরকে আটক করার কথা জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। গত রবিবার রাত পৌনে ১টার দিকে ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ওসিসিতে পাঠানো হয়।

অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে হাসনাবাদ সেন্ট্রাল গলি তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া মিলনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা মিলনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার লাকসামে নানাশ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দুদফায় দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই নারী নোয়াখালী জেলার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, জেলার চৌদ্দগ্রামে ১১ বছরের কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সৎদাদার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দাদি আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ উপজেলার বাতিসার দৈয়রা পূর্বপাড়ায়।

যশোর প্রতিনিধি জানান, জেলার ঝিকরগাছা উপজেলার গদখালীতে এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর ছাত্রদলের স্থানীয় দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে যশোর সদরে মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরের মেয়ের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবদুল হামিদ (৬৭) নামে কথিত এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।