Image description
 

মেট্রোরেল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা। রোববার (১৬ মার্চ) রাতে এমআরটি পুলিশের সদস্যদের দ্বারা চারজন ডিএমটিসিএল কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ, সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে জানান, ১৬ মার্চ বিকেল সোয়া ৫টায় ঢাকা মেট্রোরেলের সিআরএ কর্মীরা কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় দুইজন নারী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন এবং সঠিক পরিচয়পত্র ছাড়া পেইড জোন থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সিআরএ তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে, পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে।

পুলিশের কর্মকর্তারা পরবর্তীতে দুইজন এপিবিএন সদস্যের সঙ্গেও একই আচরণ করেন। এরপর পুলিশ কন্ট্রোল রুমে আরও কয়েকজন পুলিশ এসে সিআরএদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক সিআরএ কর্মীকে কাঁধে বন্দুক দিয়ে আঘাত করা হয়, আরেকজন টিএমওকে গুলি করার হুমকি দিয়ে মারধর করা হয়। উপস্থিত স্টেশন কর্মী ও যাত্রীরা তাদের সাহায্য করে, তবে ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুতর।

 

এই ঘটনার প্রতিবাদে ডিএমটিসিএল কর্মীরা ৬টি দাবি তুলে ধরেছেন: ১) ঘটনার মূল হোতা পুলিশ সদস্য এস আই মাসুদসহ সকল পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২) মেট্রোরেল ও এর কর্মীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে। ৩) এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে। ৪) স্টেশন কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫) স্টেশনে অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি যাতে পেইড জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। ৬) আহত কর্মীদের চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।