
ফেনীর পরশুরাম উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মোজাম্মেল হোসেন বিজয়কে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল কর্মীরা ও স্থানীয় জনতা। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন, অসুস্থ মাকে দেখতে এসে ফেনীতে থাকা অবস্থায় আটক হন।
আজ শনিবার (১৫ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত ফেনী মডেল থানা পুলিশ। তিনি ফেনীর পরশুরাম উপজেলার অলকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য।
জানা যায়, ছাত্রলীগ কর্মী মোজাম্মেল হোসেন বিজয় বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ঢাকায় ছিলেন। অসুস্থ মাকে দেখতে ফেনী আসেন তিনি। গতকাল (১৪ মার্চ) শুক্রবার রাতে তাকে ফেনীর শহরের ডাক্তার পাড়ায় হাঁটতে দেখে পরশুরাম ছাত্রদলের কিছু নেতাকর্মী ও স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয় জনতা বিজয়কে মারতে মারতে ফেনী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবু বলেন, ছাত্রলীগকর্মী মোজাম্মেল হোসেন বিজয় অতীতে ছাত্রদলের কর্মীদের নির্যাতন করেছে। আমাদের কর্মীরা জানতে পেরেছে যে সে ডাক্তার পাড়ায় অবস্থান করছেন, যেখানে উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক নুর নবীসহ ভাড়া থাকেন। বিজয় সেখানে পলাতক ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠক করতেন ও ছাত্রলীগের পোস্টার বিতরণ করতেন এবং পরে পালিয়ে যেতেন।
ছাত্রলীগ কর্মীকে মারধর প্রসঙ্গে তিনি বলেন, আমরা তাকে দেখতে পেয়ে মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করি। পুলিশ আসার আগে কিছু উত্তেজিত জনতা তাকে মারধর করে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার এক সদস্যকে ছাত্রদল কর্মী ও স্থানীয় জনতা থানায় নিয়ে আসে।