
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে রুমা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
শনিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুমা আক্তার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা গেছে, তাদের বিয়ের হয়েছে প্রায় ১৪ বছর। বিয়ের প্রথম থেকে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার। অন্য একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল দেলোয়ারের। জানতে পেরে প্রতিবাদ করায় পাশবিক নির্যাতন করে রুমাকে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে দিয়ে পালিয়েছে আনোয়ার।
এলাকাবাসী জানায়, মেয়েটি অনেক ভালো ছিল। দেলোয়ার একজন অটোরিকশাচালক। বিভিন্ন কারণে রুমাকে মারধর করতো আনোয়ার। দুপুর ১২টার দিকে ভুট্টা ক্ষেতে রুমা নামে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। রুমা হত্যায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারসহ এলাকাবাসী।
ভুল্লী থানার ওসি দীন মোহাম্মদ কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত চলছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।