
সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী। অন্যথায় অনতিবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানান তিনি।
শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাব চত্বরে গণফোরামের উদ্যোগে ‘ধর্ষণ, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ আয়োজিত এক সমাবেশে তিনি এ আহবান জানান।
সুব্রত চৌধুরী বলেন, বিগত সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, যা আমাদের গলার কাঁটা। অনতিবিলম্বে এদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করুন। জাতিসংঘ মহাসচিবকে দেশের সার্বিক পরিস্থিতি খুলে বলুন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নাই। ধর্ষিতরা বিচার পাচ্ছে না। ধর্ষণকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আছিয়াসহ সকল নির্যাতিতের বিচার চাই। আমরা আর কোন আছিয়ার আর লাশ দেখতে চাই না। অন্যদিকে পুলিশ বাহিনীর উপর আক্রমণ হয়, পুলিশের কাছ থেকে আসামির ছিনতাই হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় না। সেনাবাহিনীকে মাঠে নামিয়ে কাজ করতে দেয়া হচ্ছে না। এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত কর্পোরেট হাউজের মালিকদের বিচার না করে ব্যাংক থেকে নতুন করে অর্থ দেওয়ার ব্যবস্থা করছে।
দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ধর্ষণ, নারী নির্যাতন, খুন, ছিনতাই ব্যাপকভাবে বেড়েছে। কারণ কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিচার হচ্ছে না। অপরাধীদের গ্রেফতার ও বিচার করা হয় না। ওরা প্রশাসনকে ভয় পায় না । কালো টাকায় পাঁচ তারকা হোটেলে ইফতার হয়। ছাত্রদের হাতে এখনো পাঠ্য বই পৌঁছায়নি। অবিলম্বে ছাত্রদের হাতে পাঠ্য বই দেয়ার ব্যবস্থা করুন।
তিনি বলেন, গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন বলেছেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা যাবে। ক্ষমতাসীনরা সংবিধান বাতিল করে পুনঃলিখন করতে চায়। মুক্তিযুদ্ধের সকল চিহ্ন ও স্মৃতি মুছে ফেলতে চায়। এ অবস্থা চলতে থাকলে অন্যান্য দলকে নিয়ে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলবো।
সমাবেশে অন্যান্যেরর মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট জগলুল হায়দার আফ্রিদি, রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মির্জা হাসান, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ উল্লাহ মধু, আজম রূপু, হাবিবুর রহমান বুলু, নূরনবী, নাজমুল ইসলাম সাগর, আমিনুল ইসলাম, আশরাফ হোসেন, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, এ্যাডভোকেট মজিবুল হক, এডভোকেট সাগরিকা ইসলাম প্রমুখ।
সারাবাংলা