Image description
 

কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২:৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আজ তারা উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে প্রধান উপদেষ্টা  ড. ইউনূস ও আন্তোনিও গুতেরেস কক্সবাজারে অবস্থানরত প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন। 

এর আগে, শুক্রবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

 

কক্সবাজার সফর শেষে আজই ঢাকায় ফিরে যাবেন ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।