Image description
 

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামে একটি কারখানার ওয়াশরুমে গিয়ে ভূত আতঙ্কে ১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা হয়। পরে আজকের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ তলা ভবনের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে কয়েকজন নারী শ্রমিক ওয়াশরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অনেকে উৎপাদন ফ্লোরে পড়ে যায়। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে বাঘের বাজার (শিরিরচালা) হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেয়।

কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহমেদ ইবনে জামান বলেন, ‘তাদের ডায়াগনস্টিক সেন্টারে ৭-৮ জন রোগী এসেছে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে তারা সুস্থ হয়ে নিজেরাই বাসায় চলে গেছে।’

অসুস্থ কয়েকজন শ্রমিকদের ভাষ্য, কয়েকদিন ধরে কারখানায় অনেকে আলোচনা করছেন ওয়াশরুমে জিন ও ভূতের আনাগোনা চলছে। সকাল সোয়া ৯টার দিকে এমন গুজবে কারখানার সব শ্রমিক কারখানার নিচে নেমে হৈচৈ শুরু করে। এসময় বেশ কয়েকজন শ্রমিক ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যায়। আতঙ্কিত হয়ে সিঁড়ির মেঝেতে পড়ে যায় কয়েকজন। এ অবস্থায় বেলা ১১টার দিকে বৃহস্পতিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘ওয়াশরুমে ভূতের ভয়ে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’