Image description
 

সাবেক সামরিক কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক রচিত ‘আয়নাঘর : তুমি ও আমি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সাবেক কূটনীতিক সাকিব আলী। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘আয়নাঘর: তুমি ও আমি’ বইটি বিন্দু প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে।  বইটি আয়নাঘরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বপ্রথম জনসম্মুখে নিয়ে আসে।