
লক্ষ্মীপুরে পবিত্র মাহে রমজানে দিনের বেলায় রোজা না রেখে হোটেলে খাবার খাওয়ায় কয়েকজনকে কান ধরে ওঠবস করালেন ব্যবসায়ীদের সংগঠন বণিক সমিতির নেতারা। একইসঙ্গে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ালে ওই হোটেল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১২ মার্চ) দুপুরে পৌর শহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে শহরের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি দোকানে কয়েকজন মুসলিমকে খাবার খেতে দেখা যায়। এতে শাস্তি হিসেবে তাদের কান ধরে ওঠবস করানো হয়। এ ছাড়া দিনের বেলায় মুসলিম কেউ দোকান কিংবা খাবার হোটেলে গিয়ে খাবার খেলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সমিতির নেতা আবদুল আজিজ।
এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‘রমজান মাসে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি দোকানে গিয়ে কিছু মুসলমান খাবার খাচ্ছেন। তাদের দোকানগুলোতে যেন মুসলমানদের কেউ খাবার খেতে না পারেন, অভিযান পরিচালনার মাধ্যমে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে হিন্দুদের খেতে কিংবা দোকান খোলা রাখতে কোনও বাধা নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘এ বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা কিংবা প্রশাসন থেকে বণিক সমিতির নেতাদের কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তারা এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাতে পারে না। কোনও ব্যবসায়ী অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’