Image description

Aminul Islam (আমিনুল ইসলাম)

 
জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য একটু আগে চ্যানেল আইকে একটা ইন্টার্ভিউ দিয়েছেন। সেখানে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে
 
- আপনাদের টাকার উৎস কী?
 
তিনি বলেছেন তাঁদের সদস্যরা প্রায় সবাই প্রফেশনাল। তাঁরা প্রতি মাসে চাঁদা দেন। এছাড়া তিনি অন্য আরেকটা উত্তরও দিয়েছেন। বলেছেন
 
- আমাদের আয়ের একটা বড় উৎস হচ্ছে টেলিভিশনের টকশো। যারাই টকশোতে যায়। সেই টাকার একটা অংশ দলকে দিতে হয়।
 
যাক, এতদিন পর টকশোর একটা ভালো দিক খুঁজে পেয়েছি। টকশো দীর্ঘজীবী হোক।
 
আমি বরং আপনাদের আরেকটা বুদ্ধি দেই। আপনারা তো এর মাঝেই সেলিব্রেটি হয়েই গেছেন। টকশো করছেন। পত্রিকায় ইন্টার্ভিউ দিচ্ছেন। এক কাজ করেন- সবাই মিলে ইউটিউবার হয়ে যান।
 
কেউ খাবার ভিডিও বানান। কেউ ঘুরার ভিডিও বানান। কেউ কথার ভিডিও বানান। টকশোর চাইতে অনেক বেশি আয় হবে আশা করছি।
 
এই যুগে কেউ ফ্রি ফ্রি বুদ্ধি দেয়? তাও ভালোবেসে দিলাম।
 
এডিশনাল- তোমরা যদি ক্রাউড ফান্ডিং চালু করো। জেনে রেখো- সেখানে আমি সবার আগে ফান্ড দেব আমার সাধ্য মত। তাই বলে এটা ভেবো না- তোমাদের সমালোচনা বন্ধ করবো।
 
তোমরা এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতই একটা দল। তোমাদের সমালোচনা করতে হবে সকাল-বিকাল।
 
তোমাদের ভালো চাই বলেই সমালোচনা করছি। নইলে তোমরা ভুল পথে যাবে। মনে রেখো- যারা তোমাদের তেল দিয়ে চলছে। সব কিছুতে হুজুর হুজুর করছে। তাঁরা নিজেদের ভালো চায়। দেশের না।
 
তাহলে আমরা কেন লিখি?
 
আমরা লিখি যাতে দেশের ভালো হয়। একটা নতুন দল করেছো। সেখানে স্বচ্ছতা থাকা খুব দরকার। টকশো করে অর্ধেক টাকা দলকে দিচ্ছো। সেটা ভালো। কিন্তু এই টাকায় কী এত বড় অনুষ্ঠান করা যায়? এত কিছু করা যায়?
 
এসব প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে। এসবের উত্তর না পেলে মানুষ কেন তোমাদেরকে বিকল্প হিসাবে ভাববে? দেশে তো অন্য রাজনৈতিক দল আছে। যারা অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে।
 
বুঝতে শেখো। যারা তোমাদের বুদ্ধি দিচ্ছে। তাঁদের সবাই যে ঠিক বুদ্ধি দিচ্ছে; ব্যাপারটা এমন না। তোমাদেরকে অন্যদের চাইতে আলাদা হতে হবে।
 
হতেই হবে। নইলে তোমরা বিকল্প শক্তি হিসাবে বেশি দূর আগাতে পারবে না।