
প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়। এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রি জে অব. আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, পোষ্টাল ব্যালট পদ্ধিত, ই-ভোটিং ও প্রক্সি ভোট তিন ইস্যুতে ওয়ার্কসপ করবে ইসি। আগামী ৭-৮ এপ্রিল বুয়েট, ঢাবি ও এমআইএসটি প্রতিনিধিদের সঙ্গে বসবে। এর পর স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হবে।
তিনি আরও জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।