Image description

মাদ্রাসা শিক্ষা কারিকুলামে দাখিল ও আলিমে মানবিক বিভাগ ও বিজ্ঞান বিভাগ থাকলেও নেই ব্যবসা শিক্ষা বিভাগ। তবে এবার মাদ্রাসা শিক্ষা কারিকুলামে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর বোর্ডের নতুন প্রশাসন এই উদ্যোগ হাতে নেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন পরিদর্শক মোহাম্মদ নাছিমুল ইসলাম। 

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দাখিল ও আলিমে বাণিজ্য বিভাগ চালুর প্রয়োজনীয়তা অনুভব করছি। স্কুল-কলেজ পর্যায়ে যদি চালু থাকতে পারে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় কেন নয়? যেহেতু ইসলামে অর্থনীতির বিষয় রয়েছে তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালু করা দরকার। আমরা এটি নিয়ে কাজ করছি। দেখা যাক কি করা যায়।’ 

পরিদর্শক মোহাম্মদ নাছিমুল ইসলাম বলেন, ‘দেশের প্রায় সব আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম শ্রেণীতে মানবিক শাখা রয়েছে। রাজধানীসহ দেশের কয়েকটি নামকরা মাদ্রাসায় বিজ্ঞান শাখা চালু রয়েছে। জনবল সংকটের কারণে বেশিরভাগ মাদ্রাসা কর্তৃপক্ষ দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করতে পারছে না। তবে বিজ্ঞান শাখা চালুর ব্যাপারে বেশ কিছু আবেদন জমা পড়েছে।’

তিনি বলেন, ‘এ ছাড়াও দাখিল ও আলিমে মানবিক ও বিজ্ঞান বিভাগের পাশাপাশি বাণিজ্য বিভাগ চালু করা যায় কিনা, সে ব্যাপারে একটা আলোচনা উঠেছে। এ বিষয়ে ফাইনাল কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। যেহেতু যেসব মাদ্রাসায় বিজ্ঞান শাখা চালু রয়েছে সেখানেই জনবল সংকট রয়েছে। তবে ব্যবসা বা বাণিজ্য শাখা চালুর চিন্তা-ভাবনা রয়েছে। এটি নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে।’

উল্লেখ্য, তৎকালীন ব্রিটিশ সরকারের উদ্যোগে ১৭৮০ সালে ‘কলকাতা আলিয়া মাদ্রাসা’ প্রতিষ্ঠার মাধ্যমে উপ-মহাদেশে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুরু হয়। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয় এবং ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’ নামে ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু হয়।

পরে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনঃগঠন করা হয়। ১৯৭৯ সালের ৪ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। তবে দেশ স্বাধীনের এত বছর পরও মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে মানবিক, বিজ্ঞান শাখা চালু করলেও বাণিজ্য বিভাগ চালু করতে পারেনি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ।