Image description
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচন সম্পর্কিত কোনো বিষয় নেই। বুধবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়ার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। যদি স্বাধীন বিচার বিভাগের প্রতি বিশ্বাস থাকে, তবে নির্বাচন নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। শুধু শেখ হাসিনা নয়, তার দলের অন্যান্য অপরাধীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও যোগ করেন, নির্বাচিত সরকার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে আমীর খসরু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট চরিত্রের নানা প্রস্তাব জুড়ে দেওয়া হয়েছে।