
পুলিশের সহায়ক বাহিনী বা অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেয়া হবে স্থানীয় নিরাপত্তা এজেন্সিগুলোকে। সোমবার (১০ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর ৪৮টি থানা এলাকায় তারা দায়িত্ব পালন করবেন পুলিশের মতোই, তবে স্বাধীনভাবে কোনো তল্লাশি বা অভিযানে যেতে পারবেন না। থাকছে না বেতন বা সম্মানীর কোনো ব্যবস্থাও।
অন্যদিকে, নতুন এ সিদ্ধান্তে বাসাবাড়ি-আবাসিক এলাকার নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। তাদের হাতে অস্ত্র আর গ্রেফতারের ক্ষমতা দেয়া হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা অনেকের। রাজধানীর উত্তরা এলাকা ছিনতাই-চাঁদাবাজিসহ নানা অপরাধের এখন একটি হটস্পট। সেখানকার বাসিন্দাদেরও উল্টো ভয়, অক্সিলারি ফোর্স না আবার অপরাধে নেমে পড়ে!
সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ঢাকা মহানগর পুলিশের নতুন সিদ্ধান্ত, অক্সিলারি ফোর্স। ডিএমপি কমিশনার জানান, তারা কাজ করবেন বিভিন্ন শপিংমলসহ আবাসিক এলাকায়।