Image description

জুলাই আন্দোলন দমাতে আওয়ামী লীগ সমর্থিত সংস্কৃতি কর্মীরা তৈরি করেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ। হাসিনা সরকারের পতনের পর গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হলে, সমালোচনার শিকার হন তারা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন যে সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তা হয়নি।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী সোহানা সাবা। 

ওই ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে ‘আলো আসবেই’ গ্রুপের জন্য। এটা কীভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন।  আমাকে জানান, আমি কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।’

উল্লেখ্য, গ্রুপের অ্যাডমিন ছিলেন, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। এতে আরও যুক্ত ছিলেন জায়েদ খান, সাইমন সাদিক,  সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি,  চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।