Image description

Jerin Tahsin(জেরিন তাহসিন)

আসিফ আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র এবং বর্তমানে মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। তিনি গণতন্ত্রের বিরোধী এবং শরীয়া রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি আই*সিসের জন্য বাংলাদেশ থেকে লোকজন রিক্রুট করতেন।
 
বিচারপতি মামুনের ছেলে আসিফ আদনান সিরি*য়ায় জ*ঙ্গি সংগঠন আই*সিসে যোগ দিয়ে তুরস্ক হয়ে সিরি*য়ায় যাওয়ার প্রস্তুতির সময় তার সঙ্গী ফজলে এলাহী তানজিলসহ ধরা পড়ে তখন আসিফকে ছাড়াতেই মূলত তার বাবা মামুন আদালতে হাজির হন।
 
এবং কিছুদিনের মাথায় হাইকোর্ট আসিফকে জামিন দিয়ে দেয়। পরবর্তীতে মিডিয়ায় উক্ত বিষয়ে তোলপাড় শুরু হলে আপিল বিভাগে তার জামিন স্থগিত হয়। তবে অল্প কয়েকদিনের মধ্যেই বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে শুনানি হয় এবং এক পর্যায়ে আসিফকে খালাস দেওয়া হয়।
 
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর আসিফ আদনানকে পুলিশ আটক করার পরে তিনি সামিউল নামের একজনের তথ্য পুলিশকে দেন যেই সামিউন ওরফে ইবনে হামদান সিরি*য়ায় জ*ঙ্গি সরবরাহ করত। সে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ছেলে মেয়েদেরকেও সি*রিয়া পাঠিয়েছিল।
 
থাবা বাবা রাজীব হ*ত্যার আগ পর্যন্ত আসিফ আদনান ভাই শাহবাগ সমর্থন করেছেন। সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক। থাবা বাবাকে শিবির মে*রেছে এটা ভেবে সে প্রথমে থাবা বাবার হ*ত্যাও সমর্থন করে নাই। পরে যখন জানলো যে বাল্কায়েদা মেরেছে, তখন সে তৃপ্তি পেয়েছে। ২০১৪ পর্যন্ত সে জাহে*লিয়াত নামে একটা ব্যান্ড চালাতো। সে নিজেই ২০১৪ সালে বিদেশী সাংবাদিককে বলেছে যে, জাহে*লিয়াত ব্যান্ডের মাধ্যমে সে ইসলাম ও দেশী সংস্কৃতির মিশ্রণ ঘটাতে চায়।
 
এইগুলির প্রত্যেকটা তার স্বীকারোক্তি এবং স্বাক্ষাতকারে আছে।
 
অথচ বাংলাদেশে অনেক তরুণ তার মতাদর্শে আকৃষ্ট হয়ে ভুল ধারণা পোষণ করছে। কওমী মাদরাসার কিছু অংশ তাকে সম্মান দিয়ে প্রচার করছে। এভাবে জ*ঙ্গীবাদ নরমালাইজড হচ্ছে, যা তরুণদের মাঝে বিপদ ডেকে আনছে। সঠিক ইসলামী শিক্ষা দেওয়া এবং জ*ঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।