Image description

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ৫৬ বাংলাদেশি জেলেকে ১৬ ঘণ্টা পরে ছেড়ে দিয়েছে মিয়ানমার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন বলে জানান তিনি।

 

তিনি আরও জানান, তাদের পরিবারের পক্ষ থেকে আরকান আর্মি আটক করেছে এমন সংবাদ দিলেও জেলেরা জানিয়েছে মিয়ানমারের নৌ বাহিনী আটক করেছে।

জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে টেকনাফে সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিল। এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটকের প্রায় ১৬ ঘণ্টা পরে জেলেদের ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়ে তাদোর ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে।