Image description

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জৈনপুরী দরবারের পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে তিনি দাবি করেন, দেশ ভয়ঙ্কর এক বিপদের দিকে অগ্রসর হচ্ছে এবং তার তুলনায় দেরিতে হলেও জনগণ তা উপলব্ধি করতে শুরু করেছে।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সবাই আছে নির্বাচনের অপেক্ষায়। কিন্তু আমার মনে হয় না সহসা নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই দেশ নির্বাচনের দিকে যাবে। আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন, নির্বাচন ১০ বছরেও হবে না। মার্শাল ল আসবে, এরপর সিভিল ওয়ার।”

দেশে সামরিক আইন ও গৃহযুদ্ধ ঠেকাতে এনায়েতুল্লাহ আব্বাসী ইসলামি দল ও আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সব আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলামিস্ট-রাইটিস্টদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। যারা রাজনীতি করেন বা করেন না, সবাইকে একত্রিত হতে হবে।” তিনি দাবি করেন, এভাবেই দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারিত হতে পারে।

 

ওয়াজ মাহফিলে তিনি আরও উল্লেখ করেন, “আমি যা বলেছি, চার মাস পর সেনাপ্রধান তা বলল, তিন মাস পর বুদ্ধিজীবীরা বলছে। কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে, ছয় মাস হয়ে গেছে, এখনও তাদের মুখ ফুটে নাই।”

 

ইসলামি নেতৃত্বের অনেকে নীরব থাকলেও দেশের ধর্মপ্রাণ জনগণ ও ইসলামি চিন্তাবিদরা নীরবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।