Image description
 

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাংশ আসন সংরক্ষিত করার সিদ্ধান্তকে সমালোচনা করে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি বলেছেন, কোটা ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে নামিনি। 
সোমবার (৩ মার্চ) তার ব্যক্তিগত ফেসবুক ওয়াল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

রনি লিখেছেন, ‘কোটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা প্রাণ দেয়নি। কোটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে নামিনি।’

‘দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক শ্লোগান দিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। আবার কোটার প্রয়োগ জুলাইয়ের কনটেক্সটের সাথে সাংঘর্ষিক।’

 

তিনি আরও লিখেছেন, ‘যদি শহিদ পরিবার এবং আ*হ*তদের প্রাপ্য মর্যাদা দিতে হয় তাদেরকে ভাতা দিন, বাড়ি করে দিন। কিন্তু চাকরিতে কোটা না। কোটা না মেধা, মেধা মেধা। এতদ্রুত এই শ্লোগান ভুলে গেলে চলবে না।’