Image description
 

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেছেন, "নতুন সূর্যোদয়ের অপেক্ষায় শান্তিকামী জনতা, ঐতিহাসিক জুলাই বিপ্লব এ প্রজন্মের চালিকাশক্তি।" পোস্টে তিনি বাংলাদেশে জামায়াত ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ২০০১ সালের পর ‘বিএনপি’ বলার লোক কম ছিল, বরং তখন বলা হতো "বিএনপি জামায়াত"। তিনি উল্লেখ করেন, জামায়াতকে বিএনপি এত ঘনিষ্ঠভাবে গ্রহণ করেছিল যে, জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক ছিল একেবারে নিবিড়। মিসবাহ আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ জামায়াতকে নিজেদের জোটে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করে জামায়াতকে ভিলেন বানিয়ে ফেলেছিল।

মিসবাহ বলেন, "যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, সেহেতু তাদেরকে এই অপরাধের উপাধী দেওয়া জুলুম মনে করি। অন্তত বিএনপি এটা করতে পারে না কারণ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মসূচিতে জামায়াত রাজপথ গরম রেখেছে বেশি। জীবন দিয়েছে অসংখ্য। মামলা হামলায়ও জামায়াত বেশি মাজলূম।"

 

তিনি আরও উল্লেখ করেন, "আশ্চর্য লাগে! বর্তমানে বিএনপিও ঠিক লীগের শূন্যস্থানই যেন পূরণ করে চলছে!" অর্থাৎ, বিএনপি এখন আওয়ামী লীগের পূর্ববর্তী ভূমিকায় চলে এসেছে এবং জামায়াতকে ঘায়েল করে ৭১-এর চেতনার ঠিকাদারি নিয়েছে। তিনি বলেন, "মৌলবাদী ধর্ম-ব্যবসায়ী বলে ইসলামপন্থী গণমানুষের হৃদয়ে আঘাত হানছে! ওয়াজ মাহফিলে উলঙ্গভাবে বাধা প্রদান করছে! প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা তুলছে! দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও জনমনে ভীতি ছড়াচ্ছে!"

মিসবাহ আরও বলেন, "যারা ১৭ বছর একটা আন্দোলন সফল করতে পারেনি, আমজনতাকে একীভূত করতে ব্যর্থ ছিল, যাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেয়নি-সেই তারা ক্ষমতা পায়নি এখনও! শুধু ফ্যাসিবাদের পতন হয়েছে, তাতেই জাতিকে যা দেখিয়েছে, যথেষ্ট।" তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন যে, "আমি জামায়াতের রাজনীতি করি না। লেখক বা সমাজের অসঙ্গতির নিয়মিত বিশ্লেষক হিসেবে এতটুকু লেখার দায়বদ্ধতা আছে বলে মনে করি। আবারও বলছি আমি জামায়াতের রাজনীতি করি না, ভবিষ্যতে সম্ভাবনাও নাই।"

মিসবাহ আরও বলেন, "দরকার নতুন সূর্যোদয়ের। বিপ্লবী সূর্যের কিরণে আলোকিত হবে চারিধার। ন্যায়ের স্রোতে ভেসে যাবে ফ্যাসিবাদী কচুরিপানা। অথৈ সাগরের পবিত্র জলরাশি হতে সাম্য-মৈত্রির নজরকাড়া এক পতাকা নিয়ে বেরিয়ে আসবে জাতির কান্ডারিরা। নতুন পথ পাবে প্রিয় মাতৃভূমি। নয়া বিপ্লবের তেজদীপ্ত রক্তমাখা স্মৃতি নিয়ে সাড়ে বায়ান্ন হাজারের প্রতিটি কণা গেয়ে উঠবে—‘আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।’"

এখানে মিসবাহ তাঁর রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং ভবিষ্যতে একটি নতুন সূর্যোদয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন, যা জনগণের জন্য ন্যায়ের, সাম্যের, এবং মৈত্রীর নতুন পথ নিয়ে আসবে।