Image description
 

শিক্ষকদের প্রতিবাদের মুখে ভিসির বাসভবনে তালা না দিয়ে ফিরে গেল কুয়েটের শিক্ষার্থীরা। ছবি: চ্যানেল 24

শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ১৮/২০ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা প্রতিবাদ জানায়।

কুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১৮/২০ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে যান। এ সময় তারা হ্যান্ডমাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছে তাদেরকে ৫ মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করে দেয়ার আহ্বান জানান। ভেতরে তখন উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন। 

একপর্যায়ে শিক্ষকরা গেটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর উদ্যোগের প্রতিবাদ জানান। তালা লাগানো হলে শিক্ষকরা গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। তখন শিক্ষার্থীরা তালা না দিয়ে ফিরে যান। 

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা জানায়, তারা নিজেরা বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।