Image description

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ছাত্রদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও ছাত্রদের অবদান অনস্বীকার্য। সর্বশেষ ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনই আমাদের স্মরণ করিয়ে দেয়, ছাত্ররাই সবকিছু বদলে দিতে পারে। তাদের ওপর সবকিছু নির্ভর করছে।’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

আহসান এইচ মনসুর বলেন, ‘স্বাধীনভাবে কাজ করতে পারবো না বলেই আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দিতে চাইলেও তা আমি নিইনি। সে সময়ে সরকারের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি জেনেবুঝেই। এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার আসার পরে স্বাধীনভাবে কাজ করতে পারবো জেনে গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন স্বাধীনভাবেই কাজ করছি।’

 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহসিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম ও গভর্নরের বন্ধু রেজাউল আজিম মুক্তি।