Image description
 

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে ঝুটের গুদামসহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম গণমাধ্যমকে জানান, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট গুদামে আগুন লাগার খবর আসে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও বলেন, প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে গেলে আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না, যার কারণে তাদের কাজ করতে কিছুটা বেগ পেতে হয়। এরপর উত্তরা ফায়ার সার্ভিস থেকে সহায়তা প্রেরণ করা হয়।

অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে ঝুট গুদামকে দায়ী করা হলেও এখনও এই বিষয়ে তদন্ত চলছে। আগুনের ফলে ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কী কারণে আগুনের সূত্রপাত তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পরেও দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে, তবে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।