Image description

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে গিয়ে মেহেজাবিন আক্তার নামের ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

মেহেজাবিন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকার মোহাম্মদ উল্যাহ্‌র মেয়ে।

জানা গেছে, সকালে বাড়িতে ডিম খাচ্ছিল মেহেজাবিন। এ সময় তার গলায় ডিম আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশুর মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারকে মৃতদেহ দাফন করার জন্য বলেছি।