![Image description](https://content.bdtoday.net/files/img/202502/944da4d50876d78b24bfa499ed21f020.png)
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ চতুর্থ দিনে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আটটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠনো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯৫ জনকে।
এতে আরো বলা হয়েছে, চতুর্থ দিনে একটি পিস্তল, একটি চায়না রাইফেল, দুটি এলজি, চারটি ওয়ান শ্যুটারগান, বিভিন্ন অস্ত্রের ২০টি গুলি, ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছুরি, তলোয়ার, হাতুড়ি, প্লায়ার্স, কিরিচ, লোহার পাইপও রয়েছে উদ্ধারের তালিকায়।
এর আগের ২৪ ঘন্টায়, অর্থাৎ তৃতীয় দিনে গ্রেপ্তার করা হয় ৬০৭ জনকে।