Image description

আওয়ামী লীগের আরও তিন সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–বিএফআইইউ। এরা হলেন- খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ ও নুরুজ্জামান আহমেদ।

এছাড়া আয়নাঘরের প্রতিষ্ঠাতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মেয়ে তাসফিয়া আহসান জইতার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। সম্প্রতি সব ব্যাংকে আলাদা চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

বিএফআইইউর চিঠিতে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে। আর নুরুল ইসলাম নাহিদের নিজ হিসাব ছাড়াও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিন, সন্তান ড. নাদিয়া নন্দিতা ইসলাম ও নাজিরা সামানথা ইসলামের অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেয়া হয়েছে। এছাড়া সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের স্ত্রী হেসনে আরা বেগম, ছেলে রকিবুজ্জামান আহমেদ, রকিবুজ্জামানের প্রথম স্ত্রীর সন্তান জান্নাতুল ফেরদৌসী, দ্বিতীয় ঘরের সন্তান নাফিউজ্জামান আহমেদ ওয়াসি ও সুহাইমা বিনতে রাকিবের অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলা হয়।

অ্যাকাউন্ট ফ্রিজ ছাড়াও প্রত্যেকের অ্যাকাউন্টের লেনদেন, হালনাগাদ বিবরণী, কেওয়াইসি, অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে কোনো হিসাব থাকলে তাও কেন্দ্রীয় ব্যাংকে জানাতে বলা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সময়ে দায়িত্ব পালন করা সব মন্ত্রী, এমপি পালিয়েছেন। অন্তবর্তীকালীন সরকার শেখ পরিবারসহ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। যেখানে ১৫ হাজার কোটি টাকার বেশি পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ব্যক্তির অর্থ পাচারের তথ্য অনুসন্ধান করছে।