Image description
 

উন্মোচিত হয়েছে ড. মিজানুর রহমান আজহারির ‘এক নজরে কুরআন’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘সত্যায়ন প্রকাশন’ আয়োজনে বুধবার রাজধানীর শেরাটন হোটেলে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও ‘সত্যায়ন প্রকাশন’-এর কর্ণধার ইসমাইল হোসাইন।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রন্থটি অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।

 

Mahmudur-Rahman-Ajhari-2

 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সকল ক্ষেত্রে কুরআনের প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। তারা বলেন, সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে কুরআনের ভূমিকা অপরিসীম। সমাজের সর্বস্তরে কুরআনের পঠন-পাঠন ও গবেষণা বৃদ্ধির মধ্য দিয়ে একটি আদর্শ সমাজ-রাষ্ট্র গড়ে উঠবে। আর সব শ্রেণি-পেশার মানুষের কাছে কুরআনের বার্তাকে সহজবোধ্য করে তুলে ধরবে ‘এক নজরে কুরআন’ বইটি।

 

বক্তারা আরও বলেন, ‘এক নজরে কুরআন’ বইটি বাংলা-ইসলামি-সাহিত্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। ব্যতিক্রমধর্মী এ-ধারার বই বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উন্মোচন করবে জ্ঞানের এক নতুন দুয়ার। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কুরআন-পর্যালোচনার সুযোগ পাবেন প্রতিটি মানুষ।