Image description

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আয়নাঘরের আলামত ধ্বংস করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) যৌথবাহিনীর গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে দেশি-বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মী, ভুক্তভোগী ও কয়েককজন উপদেষ্টা ছিলেন। ঘুরে দেখা এই বন্দিশালাগুলো রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পরে দুপুরে এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ কথা বলেন।

অভিযোগ করা হচ্ছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর আয়ানঘরগুলোর চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে। প্রেস সচিবের বক্তব্যেও উঠে এলো এর সত্যতা।

শফিকুল আলম আরও বলেন, দেশে সাত থেকে আটশর বেশি আয়নাঘর বা টর্চার সেল আছে। বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে।

মাত্র ৬ মাসে গুম-খুনের বিষয়ে অন্তর্বর্তী সরকার যা করেছে তা এই সরকারের বিরাট সফলতা বলে মনে করেন প্রেস সচিব। বলেছেন, গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও গ্রেফতার হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় হলে দেখা যাবে।

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, দুই দিনের সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ফিরবেন আগামী শুক্রবার।