![Image description](https://content.bdtoday.net/files/img/202502/e62468a60698a8ae0beb097cad037046.png)
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭৫ বছর বয়সী রাকেশ হবিগঞ্জের উমেতনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শেখপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকেশ নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।