সময়ের আলোচিত বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০ টা ৩০ এ তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।
যেখানে সাংবাদিক ইলিয়াস উল্লেখ করেন, সে'নাবাহি'নী যে এখনও ভারতের নিয়ন্ত্রণে সেটা নিশ্চিত হলো৷
প্রথম আলোর কথা উল্লেখ করে তিনি আরো বলেন,প্রথম আলোর অফিসের সামনে সে'না মো'তায়েন করা হয়েছে৷ সে'নাবাহি'নীকে জনগনের বি'রুদ্ধে যাওয়ার মুল্য দিতে হবে৷