
চট্টগ্রাম শহরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নগরে রূপান্তরের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বাহন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিটিআরসির এনটিটিএন লাইসেন্সপ্রাপ্ত বাহন লিমিটেড নগরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।
২০ মার্চ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং বাহন লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ চুক্তিতে স্বাক্ষর করেন।
মেয়র বলেন, চুক্তির মাধ্যমে নগরের ঝুলন্ত তারের জঞ্জাল অপসারণ করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নাগরিকদের দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দেবে। স্মার্ট নগর বিনির্মাণে পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা অন্যতম লক্ষ্য।
এ উদ্যোগ চট্টগ্রামের অবকাঠামোতে টেকসই পরিবর্তন আনবে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচন করবে।