![Image description](https://content.bdtoday.net/files/img/202302/43a276d8f0e742e1d15c6b6f2c5ddd4c.jpg)
দিন যত গড়াচ্ছে ততই জমে উঠছে বইমেলা। ছুটির দিনের পাশাপাশি অন্য দিনগুলোতেও বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বিকাল থেকেই বইপ্রেমীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রায় প্রতিটি স্টলে দেখা যায় বইপ্রেমীদের ভিড়।
মেলার পঞ্চম দিন রোববার সরেজমিন ঘুরে দেখা গেছে, বেলা ৩টার পর থেকেই দর্শনার্থীরা দলবেঁধে বইমেলায় প্রবেশ করছেন। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের লেখকের বই খুঁজছেন। রাজধানীর রামপুরা থেকে বইমেলায় এসেছেন ফাতেমা আক্তার (৩৭)। তিনি সময়ের আলোকে জানান, আমি এখন পর্যন্ত প্রতিদিনই মেলায় আসছি। শুরু থেকেই দেখছি এবারের বইমেলায় দর্শনার্থীদের উপস্থিতি অন্যবারের চেয়ে অনেক ভালো।
বইমেলায় প্রবেশ করা দর্শনার্থী শাহিন আলম (৩৯) জানান, ছুটির দিনে বেশি ভিড় থাকে তাই আজকে বাচ্চাদের নিয়ে বইমেলায় এসেছি। স্টল ঘুরে দেখছি, এবারের বইমেলায় শিশুদের বইয়ের সংখ্যা কিছুটা কম। তবে এবারের বইমেলায় ছুটির দিন বাদেও দর্শনার্থীদের ভিড় দেখে কিছুটা অবাক হয়েছি।
শুরু থেকেই দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকায় অনেকটা খোশমেজাজে আছেন লেখক ও প্রকাশকরা। নবান্ন প্রকাশনীর শামিমা ইসলাম (২৯) জানান, করোনার পর এবারই সবচেয়ে বড় পরিসরে হচ্ছে বইমেলা। আমরা আশা করছি এবারের মেলায় আমাদের যে প্রত্যাশা পূরণ হবে, দর্শনার্থী ও পাঠকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাব।
প্রথমা প্রকাশনীর শরিফুল ইসলাম (৩৬) জানান, আজকে মেলার পঞ্চম দিন, আমরা আশা করছি দিন যত গড়াবে দর্শনার্থীদের সংখ্যা তত বাড়বে। প্রথমদিকে বই কেনাবেচা কম হলেও মেলার শেষদিকে এসে ক্রেতার সংখ্যা বেড়ে যাবে।
অমর একুশে বইমেলার পঞ্চম দিনে ৭৩টি নতুন বই এসেছে। মেলার দ্বিতীয় দিন থেকে এখন পর্যন্ত মোট ৩০৩টি বই এসেছে। পরিসংখ্যানে দেখা গেছে, নতুন বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে উপন্যাস ও কবিতার বই। অন্যদিকে সর্বনিম্ন নতুন বইয়ের তালিকায় অভিধান এবং নাটক। বাংলা একাডেমির জনসংযোগ থেকে এমনটিই জানানো হয়।
নতুন বইয়ের মধ্যে গল্পের বই চারটি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ ১২টি, কবিতা ১২টি, গবেষণা একটি, ছড়া একটি, শিশুতোষ একটি, জীবনী চারটি, মুক্তিযুদ্ধ একটি, বিজ্ঞান একটি, ভ্রমণ চারটি, ইতিহাস সাতটি, রাজনীতি একটি, চিকিৎসা একটি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন একটি এবং এরপর পৃষ্ঠা ১১ কলাম ৭বইপ্রেমীদের ভিড়ে প্রাণবন্ত মেলা প্রাঙ্গণঅন্যান্য সাতটি বই।
বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বইমেলায় দর্শনার্থীদের আনাগোনা অনেকটাই বেড়ে যায়। দর্শনার্থী, পাঠক, লেখক, কবি সাহিত্যিকদের মিলন মেলায় পূর্ণতা পায় মেলা প্রাঙ্গণ।