শুরু হচ্ছে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন সিজন-১৫। নতুন এই মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হবে নতুন নতুন সব গল্প নিয়ে আর সঙ্গে থাকবে তাদের নতুন বন্ধু জুলিয়া। জুলিয়া চরিত্রটি সিসিমপুরে বিশেষ সংযোজন।
সিসিমপুরে বাংলাদেশের অটিজমসম্পন্ন শিশুদের প্রতিনিধিত্ব করবে জুলিয়া। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সিজন-১৫-এর দেখা যাবে দুরন্ত টেলিভিশনের পর্দায়।