ইউক্রেনের পক্ষ নিলে বরিস জনসনকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দীর্ঘ ফোনকলে বরিস জনসনকে সতর্ক করার পরে নতুন করে আবার এ হুমকি আসল। খবর বিবিসির।
ইউক্রেনে হামলা হলে তা রাশিয়ার জন্য মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেন বরিস। তিনি বলেন, ইউক্রেনে হামলা হলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ন্যাটো রাশিয়া সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করবে। এরপর বরিসকে সতর্ক করে ফোনকলে পুতিন বলেন, আমি তোমাকে আক্রমণ করতে চাই না। তবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে মাত্র এক মিনিট সময় লাগবে।
ন্যাটোতে ইউক্রেনের যোগদানকে ঘিরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শুরু থেকে চেষ্টা চালিয়ে আসছিলেন বরিস জনসন। এ জন্য ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে না বলেও পুতিনকে জানান তিনি।
ফোনালাপের বিষয়ে জনসন বলেন, ‘পুতিন খুব আন্তরিকতার সাথে কথা বলেছেন। আমি তাকে আলোচনায় বসার কথাও বলেছি। এতে তিনি রাজি হননি। কথার মাঝেই হুমকি দিয়েছেন। তার হুমকির বিষয়টি কতটুকু সত্য তা বলতে পারছি না।
বরিস এ হুমকিতে চিন্তিত নন। আগেরবার দেওয়া হুমকির পর তিনি একাধিকবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ভ্রমণ করেছেন। দেখা করেছেন জেলেনস্কির সঙ্গে।