Image description

টেকনাফের পাহাড়ি অঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে পাহাড়ের অস্ত্রধারীদের হাতে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে টেকনাফের দক্ষিণ শীলখালী পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছিল।

উদ্ধারকৃতরা হলেন— উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ (২০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, দুই যুবক বাহারছড়া ইউনিয়নের শীলখালীর গহীন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। এসময় তারা পাহাড়ে অবস্থান করা একদল সন্ত্রাসীদের হাতে পড়ে। এরপর পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে ওই দুই যুবককে হাত-পা বেঁধে একটি অজ্ঞাত স্থানে রেখে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে।

ওসি জানান, উদ্ধার হওয়া দুই যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে।