গল্পের প্রয়োজনে খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে উপস্থিত হতে হয় অভিনেত্রীদের। অনেক সময় প্রয়োজন ছাড়াও অভিনেত্রীদের খোলামেলা পোশাকে অভিনয় করানো হয় বলেও শোনা যায়। তবে প্রয়োজন ছাড়া খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে আসতে নারাজ বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী পিয়া বাজপেয়ী। শুধু এ কারণে ছেড়েছেন একাধিক কাজও।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে পিয়া বলেন, ‘ভাল কাজের সংজ্ঞা বিভিন্ন অভিনেতাদের জন্য আলাদা। আমার কাছে ভাল কাজের সংজ্ঞা হচ্ছে আমি অশ্লীল এবং সস্তাজাতীয় কিছুর অংশ হতে চাই না। অপ্রয়োজনীয় শরীর প্রদর্শনীর কারণে আমি বেশ কয়েকটি প্রকল্পকে না বলেছি। আমি যে জিনিসগুলো করতে অস্বস্তি বোধ করি, পর্দায় তা দেখাতে পারি না। এই কারণেই দর্শক আমাকে কেবল অর্থপূর্ণ চরিত্রে দেখতে পাবেন। সেটি আঞ্চলিক কাজই হোক না কেন। ‘কো লাল’ ও ‘দালাম’-এর মতো চলচ্চিত্র আমার এই ধারণাকে অনেকটাই সঠিক প্রমাণ করেছে।’
পিয়া বাজপেয়ী তার পরবর্তী চলচ্চিত্র ‘লস্ট’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন যা শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করা হয়েছে। চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটি আগামী মাসেই মুক্তি পাবে।