রাশিয়ার আক্রমণকে রুখে দিতে বার বার পশ্চিমা দেশগুলোর সহয়তা চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকটি দেশের সাথে জার্মানি তাদর অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক সরবরাহের ঘোষণা দিলেও কোনো ধরনের যুদ্ধবিমান পাঠাবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।
রোববার (২৯ জানুয়ারি) বিবিসির এক খবরে জানা যায়, রাশিয়ার হামলা রুখতে জেলেনস্কির পশ্চমাদের কাছে বিভিন্ন সময় চেয়ে আসা সহয়তার সাথে যুদ্ধবিমান চাওয়াকে এক ধরনের বাড়াবাড়ি বলে অভিযোগ করেছেন ওলাফ শলজ। পশ্চিমাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়াতে জার্মানি এ কৌশল অবলম্বন করছে।
এর আগে ইউক্রেনকে ৩২১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছিল পশ্চিমা কয়েকটি দেশ। এগুলোর মধ্যে জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড ট্যাংক দেওয়ার কথা থাকলেও যুদ্ধবিমান পাঠানো থেকে তারা বিরত থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ সহয়তা হিসেবে ইউক্রেনকে ৩১টি অত্যন্ত শক্তিশালী ট্যাংক দেবেন বলে জানিয়েছিলেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এগুলোই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাংক।
এদিকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিবাদে জার্মানে বিক্ষোভ হয়েছে।