Image description

সপ্তাহ ব্যবধানে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। এ ছাড়া সপ্তাহ ব্যবধানে বেড়েছে কাঁচা মরিচ ও চিনির দাম। তবে কমতে শুরু করেছে চালের দাম। শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা। এছাড়া অন্যান্য সবজি বিক্রি হয়েছে আগের দামেই। এর মধ্যে কেজি প্রতি বরবটি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, মুলা প্রতি কেজি ৩০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, নতুন আলু ৩০ টাকা, সিম প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৫০ টাকা, পাতাকপি প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা, লালশাক আঁটি ১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজারে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এর মধ্যে, কেজি প্রতি তেলাপিয়া ২২০ টাকা, কাতল ২৮০ টাকা, রুই মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, চাষের কই ২২০ টাকা, টেংরা ৪০০ টাকা, টাকি ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, শোল মাছ ৮০০ থেকে ৯০০ টাকা, ছোট চিংড়ি ৫০০ থেকে ৬৫০ টাকা, ছোট রূপচাঁদা ৭৫০ টাকা, কাঁচকি ২৮০ থেকে ৩০০ টাকা, ছোট শিং মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, বোয়াল ৮০০ থেকে ১১০০ টাকা, এছাড়া ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি ৮০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ চালের বাজারে মিলছে স্বস্তি, কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কমে পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা, আটাশ চাল ৬০ টাকা, নাজিরশাইল ৭৫ টাকা। তবে মিনিকেট নামে এখনো বিক্রি হচ্ছে চাল, এ চালের দর আছে আগেই মতোই। যা কেজি প্রতি ৭৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে কয়েক মাস ধরে ভোক্তাদের স্বস্তি দিয়ে আবারো বাড়ছে বয়লার মুরগির ডিমের দাম। এক সপ্তাহের মধ্যে ডজন প্রতি ১০টাকা বেড়েছে ডিমের দর। হালি ৪০ টাকা ও ডজন ১২০ টাকা। তবে আগের দরেই বিক্রি হচ্ছে হাসের ডিম। প্রতিটি ডিম ১৮ টাকা ও হালি ৭০ টাকা।

এদিকে বয়লার মুরগির কেজি ১৫০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০ টাকা, লেয়ার মুরগি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদা-রসুন প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৯০ টাকা। এছাড়া খোলা চিনিতে সরকারের বেধে দেওয়া ১০৮ টাকা দর উপেক্ষা করে কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা দরে। তবে প্যাকেটজাত চিনি ১০৭ টাকায় বিক্রি হলেও দোকানে তা সহজে মিলিছে না।

খিলগাঁও এলাকার ক্রেতা হিমেল বলেন, শীতে এমনিতেই বাজারে বেশি সবজি পাওয়া যায়। এজন্য কিছুটা কম দামে পাওয়া যায়। তবে হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাচ্ছে। এটা অস্বাভাবিক।

রামপুরা কাঁচা বাজারের সবজি বিক্রেতিা খায়রুল ইসলাম বলেন, সবজিতে দাম বাড়েনি উল্টো অনেকে সবজির দাম কমেছে।