Image description

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তার প্রথম বিদেশ সফরে রোববার সৌদি আরবে যাচ্ছেন। এই সফরে তার সফরসঙ্গী হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আহমেদ আল-শারা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে সানা। বার্তা সংস্থাটির প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট শারা ও তার পররাষ্ট্রমন্ত্রী সৌদির উদ্দেশ্যে বিমানে যাত্রা শুরু করেছেন।

গত বছরের ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপর দলটির প্রধান নেতা আহমেদ আল-শারা ক্ষমতা গ্রহণ করেন। ওই অভ্যুত্থানের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি।

 

গত মাসে সিরিয়ায় যান সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। ওই সময় তিনি জানান, সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, সে ব্যাপারে কাজ করছেন তারা।

বাশার আল-আসাদ পরিবার সিরিয়ায় দীর্ঘ ৫০ বছর শাসন করেছে। ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। তবে তিনি এই আন্দোলন কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন। এরপর সিরিয়ায় শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়া বাস্তুহারা হন আরও কয়েক লাখ মানুষ। তবে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী তার পতন ঘটানোর পর সিরিয়ায় থেমে যায় গৃহযুদ্ধ।

সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানোয় সিরিয়ার ওপর অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। এখন এসব দেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন আহমেদ আল-শারা।

সূত্র: আরব নিউজ।