ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আন্তর্জাতিক আলোচনা হবে না—এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্ক সফরকালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্কে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে সেই সংলাপ হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানান, প্রতিরক্ষা ও মিসাইল কর্মসূচি কোনো আলোচনার অংশ হবে না। তার ভাষায়, আমি দৃঢ়ভাবে বলতে চাই ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নতুন একটি চুক্তিতে পৌঁছাতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ওই চুক্তির শর্ত হিসেবে ইরানের মিসাইলের পাল্লা কমানো এবং ইউরেনিয়ামের মজুদ শূন্যে নামিয়ে আনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে আঙ্কারা-ভিত্তিক ইরান বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘আইরাম’-এর পরিচালক সারহান আফাকান বার্তাসংস্থা এএফপিকে বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভবত “অসম্ভব” হয়ে উঠবে। তার মতে, আপাতত ব্যালিস্টিক মিসাইল বা অন্যান্য মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো আপস করবে না, কারণ এটিই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি।
এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে আব্বাস আরাগচির এই তুরস্ক সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তুরস্কও নতুন করে জানিয়েছে, তারা এ অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাত দেখতে চায় না। সূত্র: তার্কিস মিনিট
শীর্ষনিউজ