Image description

গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্রও ক্ষতির মুখে পড়বে বলে রবিবার মন্তব্য করেছেন ফরাসি কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার।

অ্যানি জেনেভার ইউরোপ ১ ও সি নিউজকে বলেন, ‘শুল্কের এই উত্তেজনা বৃদ্ধিতে তারও অনেক কিছু হারানোর আছে, যেমন হারাবে তার নিজের কৃষক ও শিল্পপতিরা।’

ট্রাম্প হুমকি দিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এই দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও নরওয়ে ছাড়া বাকিরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

 

ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ‘সম্পূর্ণ ও সর্বাত্মক ক্রয়’ নিয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ১ জুন থেকে ওই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তার দাবি, স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল এই আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন।

এ প্রেক্ষাপটে রবিবার বিকেলে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

জেনেভার বলেন, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ‘ইউরোপীয় ইউনিয়নের পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে’।

তিনি বলেন, ‘এই প্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে সামলাতে হবে, কারণ এই উত্তেজনা মারাত্মক হতে পারে—তবে তা যুক্তরাষ্ট্রের জন্যও মারাত্মক হতে পারে।’

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের যেকোনো দখল ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি যোগ করেন, ‘এটি স্পষ্ট যে ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রকে খেয়ালখুশিমতো চলতে দেবে না।’