ইউক্রেন পরিচালিত একটি যুক্তরাষ্ট্র-নির্মিত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যাটারি। এমনটা দাবি করেছেন একজন রুশ কমান্ডার।
রাশিয়া-১ টিভিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে ওই রুশ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া বিমানটি ছিল তার ইউনিটের সবচেয়ে আকর্ষণীয় টার্গেট। তিনি আরো বলেন, মার্কিন এফ-১৬কে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ ব্যাটারি।
প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত আঘাত হানে।
সেভার নামের ওই রুশ কমান্ডার বলেন, অভিযানটির প্রস্তুতি নিতে অনেক সময় লেগেছে। এটি তারা ট্র্যাক করছিলেন এবং প্রত্যাশাও করছিলেন যে ওটা টার্গেটে আসবে। সেভারের মতে, ‘শত্রুরা গর্ব করে বলেছিল, এই বিমানগুলো ধ্বংস হবার নয়।
দেখা যাচ্ছে, অন্যগুলোর মতোই আকাশ থেকে পড়ে গেছে ওটা।’ ঘটনার সময়সীমা সম্পর্কে কিছু জানাননি ওই রুশ কমান্ডার।
সূত্র: টিআরটি