বার্ড ফ্লু ও নিউক্যাসেল রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউরোপের দুটি দেশ থেকে পোল্ট্রি পণ্য ও ডিম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ফ্রান্স ও পোল্যান্ড থেকে এসব পণ্যের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।
সম্প্রতি দেশ দুটির বিভিন্ন প্রদেশে অতি সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু এবং নিউক্যাসেল ভাইরাসের উপস্থিতির খবর পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ নিয়েছে সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।
বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তা জারির পরই রিয়াদের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এই নিষেধাজ্ঞার আওতায় ফ্রান্স ও পোল্যান্ডের সব ধরণের পোল্ট্রি এবং খাবার ডিম অন্তর্ভুক্ত থাকলেও নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব পণ্য নির্দিষ্ট তাপমাত্রায় প্রক্রিয়াজাত করা হয়েছে এবং যার মাধ্যমে ভাইরাস সম্পূর্ণ নির্মূল হওয়ার প্রমাণ রয়েছে, সেগুলো আমদানিতে কোনো বাধা থাকবে না। তবে আমদানিকারকদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের স্বীকৃত কর্তৃপক্ষ থেকে একটি স্বাস্থ্য সনদ সরবরাহ করতে হবে, যা নিশ্চিত করবে যে আমদানিকৃত পণ্যগুলো সম্পূর্ণ ভাইরাসযুক্ত এবং অনুমোদিত প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে রোগমুক্ত করা হয়েছে।
২০২৬ সালের শুরু থেকেই ফ্রান্স ও পোল্যান্ডে গৃহপালিত এবং বন্য পাখিদের মধ্যে ব্যাপক আকারে বার্ড ফ্লু ও নিউক্যাসেল রোগের বিস্তারের খবর পাওয়া গেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশ দুটিতে বর্তমানে বড় পরিসরে পাখি নিধন ও কঠোর কন্টেইনমেন্ট ব্যবস্থা চালু রয়েছে। সৌদি আরবের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশটির অভ্যন্তরীণ খামার ও পোল্ট্রি শিল্পকে বৈদেশিক এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করা।
শীর্ষনিউজ