ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘গ্রেপ্তার’ করার দাবির পর দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে বড় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্ব নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহার করবে। খবর আলজাজিরা
মার্কিন দাবি অনুযায়ী, রাজধানী কারাকাসে অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে তার বিচার হবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে, তবে কীভাবে ও কতদিন—সে বিষয়ে বিস্তারিত জানাননি।
এ ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ভেনেজুয়েলা সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একে ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেন, নিকোলাস মাদুরোই দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, একটি দেশের শাসনভার জোর করে নেওয়া আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করতে পারে।
বিশ্বের অন্যতম বড় তেল মজুত থাকা ভেনেজুয়েলাকে কেন্দ্র করে এই পরিস্থিতি এখন বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে।