Image description

নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে একটি উড়োজাহাজ অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রয়েছেন।

উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা–এফবিআই’র ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা গেছে। এরপর উড়োজাহাজটি থেকে মাদুরো বের হয়ে আসেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তুলে নেওয়ার ১৫ ঘণ্টা পর তাঁকে নিউইয়র্কে দেখা গেল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

এদিকে নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজ নিউইয়র্কে অবতরণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার দেশটির রাজধানীর কারকাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। তাঁদের যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। শীর্ষনিউজ