Image description
 

টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।

 

এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

নিহতদের মধ্যে বুধবার (৩১ ডিসেম্বর) একজন এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) পাঁচজন নিহত হন। এদের মধ্যে লোরেস্তান প্রদেশের আজনা শহরেই শুধু তিনজন নিহত হয়েছে।

 

ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ছাড়াও বিক্ষোভ পৌঁছেছে মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফার্স প্রদেশের নতুন নতুন অঞ্চলে। সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নুরাবাদ, হামাদানসহ পাঁচ শহরে।

এদিকে, ক্রমেই জোরালো হচ্ছে ইরানের সরকার পতনের ডাক। দেয়া হচ্ছে সর্বোচ্চ নেতা খামেনিবিরোধী স্লোগান। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলছেন বিক্ষোভকারীরা।

 

ডলারের বিপরীতে মুদ্রার রেকর্ড পতন ও জীবনযাত্রায় লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে ইরানজুড়ে চলছে এই বিক্ষোভ।