Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও একটি বিশাল হামলা চালানোর হুঁশিয়ারি দেয়ার পর মঙ্গলবার রাশিয়া সকল পক্ষকে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে সোমবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, জুনে মার্কিন হামলার পর তেহরান তার অস্ত্র কর্মসূচি পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে। ইরান অস্বীকার করেছে যে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি রয়েছে।

 

‘আমি জেনেছি যে তারা অস্ত্র এবং অন্যান্য জিনিস তৈরি করছে, এবং যদি তারা তা করে, তবে এজন্য তারা আমরা যে স্থানগুলি ধ্বংস করেছি সেগুলি ব্যবহার করছে না, সম্ভবত অন্য স্থান ব্যবহার করছে,’ ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন।

 

এরপেরই ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা মস্কো উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।

 

‘আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকা প্রয়োজন এবং আমরা বিশ্বাস করি যে, প্রথমত, ইরানের সাথে সংলাপ প্রয়োজন,’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন। তিনি বলেন, রাশিয়া ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা অব্যাহত রাখবে।

 

জুন মাসে তেহরানের বিরুদ্ধে ইসরাইলের ১২ দিনের সামরিক অভিযানে যোগদানের পর মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প সেই সময় বলেছিলেন যে এই হামলায় ইরানের স্থাপনা ‘ধ্বংস’ করা হয়েছে, যদিও পরে মার্কিন মূল্যায়নে দেখা গেছে যে হামলায় কেবলমাত্র ফোরডো নামক একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

রাশিয়া এবং ইরান এই বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। পশ্চিমা বিশ্ব তেহরানের বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহের অভিযোগ করেছে, যা ইসলামিক প্রজাতন্ত্র অস্বীকার করে। সূত্র: রয়টার্স।