ফেব্রুয়ারির নির্বাচনের পর ইসলামাবাদ বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক যোগাযোগ বাড়াবে বলে জানিয়েছেন পাকিস্তানেরপররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম ডনকে দেওয়া সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে একটি ‘বড় আইস-ব্রেকিং অগ্রগতি’ লক্ষ্য করা গেছে।
তিনি স্মরণ করান, তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে তিনি পাকিস্তানের প্রতি বাংলাদেশের সদিচ্ছার দৃঢ় ইঙ্গিত দেখেছেন। সফরের সময় তিনি বাংলাদেশের প্রধান নির্বাহী, পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিসভার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন।
ইসহাক দার উল্লেখ করেন, ২০১২ সালে হিনা রব্বানী খার বাংলাদেশের সফরের সময় কোনও আলোচনা হয়নি, কারণ তখনকার সরকার পাকিস্তান-বিরোধী মনোভাব পোষণ করছিল। তিনি বলেন, ‘আমার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর খুবই আকর্ষণীয় ছিল এবং এটি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখিয়েছে।’
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, সংকটের সময় পাকিস্তানের কূটনীতি সক্রিয় ভূমিকা প্রদর্শন করেছে। তিনি বলেন, এটি প্রমাণ করে যে পাকিস্তান চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে এবং নীতিনিষ্ঠভাবে জড়িত থেকে কার্যকর বার্তা প্রচার করতে সক্ষম।