Image description
 

সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ কর্তৃপক্ষ হতে ২৫ নভেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার এ মোট জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে সেনাবাহিনীর সৈনিক ক্যাটাগরি পদে এ নিয়োগ দিবে।

অনলাইনে ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে।

অনলাইনে আবেদন চলবে ০৪ ডিসেম্বর ২০২৫ ইং থেকে ও শেষ হবে ২৫ জানুয়ারি ২০২৬

নিয়োগকর্তার/সংস্থার ধরন সরকারি

চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি

জব ক্যাটাগরি ১টি

পদের নাম সৈনিক পদ

মোট লোক সংখ্যা অসংখ্য

শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পাওয়া লাগবে।

নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।

বয়স সীমা কতটুকু ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ হিসাব করে ১৭ বছর এর কম এবং ২৩ বছরের বেশি চলবে না (এফিডেভিট চলবে না)।

বেতন গ্রেড৮,৮০০-১৬,০০০/- টাকা

আবেদন করার পদ্ধতি/ধরন

আবেদন ফি কত লাগবে

৩০০/- টাকা লাগবে

আবেদন শুরুর দিন ০৪ ডিসেম্বর ২০২৫

আবেদনের শেষ দিন ২৫ জানুয়ারি ২০২৬