Image description
 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আলোচনার পর গতকাল রোববার রাতে নেতানিয়াহু এ তথ্য জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উল্লিখিত ছয় জিম্মির মধ্যে তিনজনকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে। আর বাকি তিনজনকে মুক্তি দেওয়া হবে আগামী শনিবার।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী এ বিষয় আবার বলেছেন, চুক্তির কোনো ধরনের লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল। গাজায় থাকা সব জিম্মিকে (জীবিত ও মৃত) ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সোমবার থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল।

বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ১৫ মাসের ইসরায়েলি হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। আহত লাখো ফিলিস্তিন। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

১৯ জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল।